পানছড়ি শান্তিপুর অরন্য কুঠিরে কঠিন চীবর দান সম্পন্ন

Published: 14 Nov 2015   Saturday   

সকল প্রাণির হিতঃসূখ মঙ্গল কামনা করে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর অরন্য কুঠিরে শনিবার দানোত্তম  কঠিনচীবর দান সম্পন্ন হয়েছে।

শান্তিপুর অরন্য কুঠির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ধর্মসভায় গৌতম বুদ্ধের অমৃতবাণী ও স্বধর্ম দেশনা প্রদান করেন রাঙামাটি রাজ বন বিহারের ভিক্ষু সংঘের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। খাগড়াছড়ি গামাঢ়ী ঢালা বনবিহারের অধ্যক্ষ বোধিপাল মহাস্থবিরের সভাপতিত্বে ধর্মা দেশনা দেন শান্তিপুর অরন্য কুঠিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির, রাঙামাটি কতুছড়ি নির্বাণ পুর বনবিহারের অধ্যক্ষ জ্যোতিসার মহাস্থবির, রাঙামাটি বোধিপুর বন বিহারের অধ্যক্ষ জিন বোধি মহাস্থবির, খাগড়াছড়ি মৈত্রী পুর বন বিহারের অধ্যক্ষ বিমলানন্দ স্থবির।

অনুষ্ঠানে দায়ক-দায়িকাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি  আসনের নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, শান্তিপুর অরন্য কুঠিরের উন্নয়ন কমিটির তত্বাবধায়ক অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। 

অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, খগেশ্বর ত্রিপুরা, পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন জুনেল চাকমা, অন্তরা চাকমা ও ইলা চাকমা। অনুষ্ঠানে বিশাখা প্রবর্তিত ২৪ ঘন্টার মধ্যে  তৈরীকৃত চীবর অনুষ্ঠানিকভাবে ভিক্ষু সংঘের দান করা হয়।

এদিকে, সকালের দিকে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ,বুদ্ধমূর্তি দান, সংঘদানসহ নানাবিধ দান কার্য সম্পাদন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত