শনিবার রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সীমান্তবর্তী ছোট মাল্যার দিগোর মুখ এলাকায় যাত্রীবাহী লঞ্চে হামলায় ৩ নারীসহ ৫ জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় দাবী করেছেন শনিবার সকালের রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সীমান্তবর্তী ছোট মাল্যার দিগোর মুখ এলাকায় যাত্রীবাহী লঞ্চে উপর হামলা চালানো হয়। এতে ৩ নারীসহ ৫ জন আহত হয়। আহতরা হলেন, তন্না চাকমা, বিনতী চাকমা,রিসিকা চাকমা,সিবলি কুমার চাকমা ও যুথি ময় চাকমা।
বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.