বাঘাইছড়িতে যাত্রীবাহী লঞ্চে উপর হামলার ঘটনায় ইউপিডিএফের নিন্দা ও প্রতিবাদ

Published: 14 Nov 2015   Saturday   

শনিবার রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সীমান্তবর্তী ছোট মাল্যার দিগোর মুখ এলাকায় যাত্রীবাহী লঞ্চে হামলায় ৩ নারীসহ ৫ জন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমার স্বাক্ষরিত এক  প্রেস বার্তায়  দাবী করেছেন শনিবার সকালের রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সীমান্তবর্তী ছোট মাল্যার দিগোর মুখ এলাকায় যাত্রীবাহী লঞ্চে উপর হামলা চালানো হয়। এতে ৩ নারীসহ ৫ জন আহত হয়। আহতরা হলেন, তন্না চাকমা, বিনতী চাকমা,রিসিকা চাকমা,সিবলি কুমার চাকমা ও যুথি ময় চাকমা।

বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত