লামায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 15 Nov 2015   Sunday   

বান্দরবানের লামা উপজেলায় পাঁচবারের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে রোববার নগদ অর্থ বিতরণ করা  হয়েছে।

লামা উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। লামা  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ আকতারের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হারুণ-অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, এইচআরডি কনসার্ন ইউনিভার্সেল মোঃ জাহেদ নেওয়াজ, লামা পৌর সভার মেয়র আমির হোসেন, জেলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক ইসলাম বেবী, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, জহিরুল ইসলাম, ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক বাথোয়াই চিং মার্মা, একতা মহিলা সমিতি’র পরিচালক আনোয়ারা বেগম প্রমূখ।

অনুষ্ঠানে সম্প্রতি বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের লামা পৌর সভার ৯টি ওয়ার্ডে অতিরিক্ত ক্ষতিগ্রস্থ ও দরিদ্র ১ হাজার উপকারভোগীদের মাঝে নগদ ৯ হাজার টাকা করে মোট ৯০ লক্ষ টাকা বিতরণ করেন প্রধান অতিথি।

উল্লেখ্য, কনসার্ন ইউনিভার্সেল-বাংলাদেশ এর সহযোগিতায় ডিএফআইডি’র অর্থায়নে স্থানীয় এনজিও এন.জেড একতা মহিলা সমিতি প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সাহিত্যিক নেপোলিয়ান বলেছেন আমাকে একজন শিক্ষিত মা দেও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। তাই সমাজ গঠনে মা’দের ভূমিকা বেশী। সকলকে নারী সমাজকে সম্মান করতে হবে।  তিনি  প্রকৃতিক বিপর্যয় মোকাবেলায় সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার অনুরোধের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায সবাইকে অন্তত ১টি করে গাছ লাগানোর আহ্বান জানান। কারণ আমরা যদি পরিবেশকে ভালবাসী, তাহলে পরিবেশ আমাদেরকে ভালবাসবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত