বান্দরবান সদর থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে মতবিনিময়, আলোচনা ও ‘ওপেন হাউজ ডে’ সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান বাজারের মুদি দোকান ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান সদর থানার অফিসার-ইন-চার্জ রফিক উল্লাহ। বান্দরবান মুদি দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান মুদি দোকান ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রাজু দাস, চম্পক চক্রবর্তী, বাজারের ব্যবসায়ীরা।
মতবিনিময় সভায় বান্দরবান সদর থানার অফিসার-ইন-চার্জ রফিক উল্লাহ সকল মুদি দোকান ব্যবসায়ীদেরকে মেয়াদোত্তীর্ন হওয়ার আগে ও ফরমালিন মুক্ত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও জিনিসপত্র বিক্রি করার জন্য অনুরোধসহ ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান বা ঝুড়ি ব্যবহারের আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.