বান্দরবানে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও পৌর নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

Published: 15 Nov 2015   Sunday   

বান্দরবানে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পর্যালোচনা এবং আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে রোববার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) মোঃ জাবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাাচন অফিসার আব্দুল বাতেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল্লা নুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফারুক হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, বান্দরবানের ৭ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা,পৌর মেয়র মোঃ জাবেদ রেজা, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য ক্যাসাপ্রু, জেলা আ”লীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরীসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও জন প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মোঃ জাবেদ আলী বলেন, স্থানীয় নির্বাচনে মেয়র প্রর্থীদের দলীয় প্রতিক নিয়ে নির্বাচন এটি আমাদের জন্য প্রথম এবং এটি একটি ভালো দিক। কিন্তু কাউন্সিলররা দলীয় প্রতিক নিয়ে নির্বাচন করবে কিনা আইন পাশ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পার্বত্য এলাকায় বিভিন্ন ভোটের সময় পাহাড়ীরা যাতে সহজভাবে প্রতীক চিনতে পারে এ অঞ্চলের সাথে ছবির মিল রেখে প্রতীক বরাদ্দ দেয়া হয় সে ব্যাপারে আলোচনা করা হবে এবং আইন পাশ না হওয়া পর্যন্ত ডিসেম্বরের মধ্যে পৌর নির্বাচন হবে কিনা বলা যাচ্ছে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত