কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Published: 16 Nov 2015   Monday   

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের অঙ্গীকারের মধ্য দিয়ে সোমবার কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইডিইবি)-এর কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালীর উদ্ধোধন করেন কাপ্তাই বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইসস্টিটিউটের অধ্যক্ষ আবদুল মালেক। র‌্যালীটি পলিটেকনিক ক্যাম্পাস হতে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত প্রদক্ষিন করে। র‌্যালীতে বিপুল সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিকের ছাত্রছাত্রীদের অংশগ্রহন করেন।

র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন আইডিইবি’র কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সভাপতি ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। বক্তব্য রাখেন, পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল উড বিভাগীয় প্রধান আবদুল মতিন হাওলাদার, বিএফআইডিসির ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক আহমেদ, প্রকৌশলী রোবায়েত আক্তার আহমেদ, পিডিবির সহকারী পরিচালক প্রকৌশলী  আবদুল হক আবু,  আইডিইবির প্রচার সম্পাদক শামসুল আলম নুর মুন্না, প্রকৌশলী আবদুর রশিদ, এবিএম শামসুদ্দিন, আবুল বাশার, জাহাঙ্গীর আলম, সুজিত কুমার বিশ্বাস প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত