রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিচালনা বোর্ডের সভা অনুষ্ঠিত

Published: 16 Nov 2015   Monday   

সোমবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০১৫-১৬ অর্থ বছরে পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষ ‘কর্ণফুলী’তে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সামসুজ্জামান, বোর্ডের মাননীয ভাইস-চেয়ারম্যান (যুগ্ম-সচিব) তরুণ কান্তি ঘোষ ছাড়াও বোর্ডের সদস্য-বাস্তবায়ন (যুগ্ম-সচিব) শাহীনুল ইসলাম, সদস্য-অর্থ (যুগ্ম-সচিব) মোঃ মনজুরুল আলম, সদস্য-প্রশাসন মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য-পরিকল্পনাআশীষ কুমার বড়ুয়াসহ রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, বান্দরবান জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, বোর্ডের আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন, বোর্ডের নির্বাহী প্রকৌশলী,সিনিয়র পরিকল্পনা কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

সভায় ৯ জুলাই অনুষ্ঠিত বোর্ড সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন এবং ২০১৫-১৬ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের অক্টোবর পর্যন্ত সময়ের অগ্রগতি তুলে ধরা হয়।

সভার শুরুতেই পরিচালনা বোর্ড সভায় সভাপতি নব বিক্রম কিশোর ত্রিপুরা সূচনা বক্তব্য রাখেন। তিনি বোর্ড সভায় সম্মানিত সদস্য রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

 তিনি আরও বলেন, যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আওতায় ‘উদ্ভাবনী’র একটি বিষয় রয়েছে। বোর্ড সভায় সংশ্লিষ্ট সকলকেই তিনি যে কোনো উদ্ভাবনী বিষয়ের অবদান রাখার জন্য আহবান জানান। তিনি বার্ষিক কর্মসম্পাদন চুক্তি আওতায় ২০১৫-১৬ অর্থ বছরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বার্ষিক কার্যক্রম মে ২০১৬ সালের মধ্যে শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ  ২০১৫-১৬ অর্থ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের টেন্ডার ডিসেম্বর মাসের মধ্যেই শেষ করা হবে বলে সভাকে অবহিত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত