রাঙামাটি জেলা প্রশাসকের সাথে এফপিএবি‘র নব নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাত

Published: 16 Nov 2015   Monday   

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি শাখার নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটি রোববার রাতে রাঙামাটি জেলা প্রশাসক সামসুল আরিফিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জেলা প্রশাসকের বাসভবনে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন রাঙামাটি এফপিএবির নব নির্বাচিত সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি সুফিয়া কামাল, অবৈতনিক সাধারণ সম্পাদক আবুল কালাম আকাশ, কোষাধ্যক্ষ সামশুল ইসলাম, সহ-সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জাতীয় কাউন্সিলর চেধুরী হারুনুর রশীদ, কার্যনির্বাহী সদস্য জামশেদ আহমেদ, খোকন কুমার দে, শাখার জেলা কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন সহ কমিটির অন্যান্য কর্মকর্তারা।

এ সময় কমিটির কর্মকর্তারা জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। জেলা প্রশাসক কমিটির কর্মকর্তাদের মিষ্টিমূখ করান।

সৌজন্য সাক্ষাতকালে জেলা প্রশাসক নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন  জানিয়ে সেবার মানসিকতা নিয়ে রাঙামাটিতে এফপিএবির নতুন কমিটিকে কাজ করে যাওয়ার আহবান জানান। এ সময় কমিটির সভাপতি মুজিবুর রহমান জেলা প্রশাসককে রাঙামাটি এফপিএবির কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত