স্কুল শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে হত্যার প্রতিবাদে ও খুনি স্বামীর ফাঁসির দাবিতে মঙ্গলবার লামার এলাকাবাসী মানববন্ধন করেছে।
লামা উপজেলা পরিষদ চত্বরের সামনে ঘন্টাব্যাপী শতাধিক এলাকাবাসী মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন। মানববন্ধরন চলাকালে অন্যান্যর মধ্যে রাখেন বান্দরবান জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, লামা পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর জাহানারা বেগম, থুইনি মং মার্মা, ক্যাজ মার্মা ও উছিহ্লা মার্মা প্রমূখ। এসময় বক্তারা খুনি থোয়াইশৈ মং মার্মার দৃষ্টান্তমূলক শাস্তিসহ ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, ৩০ অক্টোবর পৌরসভার ৩নং ওয়ার্ড সমিল পাড়ায় রুপসীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাইক্যচিং মার্মা(২৮)কে জবাই করে হত্যা করেছে তার স্বামী থোয়াইশৈমং মার্মা(৩৪)। এসময় স্থানীয় জনসাধারণ ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এতে ঘাতক স্বামী পুলিশের কাছে স্ত্রীকে নিজ হাতে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয়। খুনি থোয়াইশৈমং মার্মার বিচার কাজ চলমান রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.