বৃহষ্পতিবার খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা প্রতীম চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরাসহ ইউপিডিএফের ৬ নেতা কর্মী ও সমর্থককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বৃহষ্পতিবার আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উত্তর খবংপুয্যার দশবল বৌদ্ধ বিহারের পাশের একটি দোকান থেকে ইউপিডিএফ নেতা প্রতীম চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরাকে আটক করে। এছাড়া পিসিপি’র খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি সরকারী স্নাতক শ্রেণীর ছাত্র নিকাশ চাকমা, স্বনির্ভর বাজারের ব্যবসায়ী স্বপন চাকমা ও দোকানদার মানিক ধন চাকমা এবং নারানখাইয়ার অনন্ত মাস্টার পাড়ার নিজ বাসা থেকে খাগড়াছড়ির প্রগতিশীল পাঠাগার হুয়াঙ বোইও বা’র অর্থ সম্পাদক খোকন চাকমাকে আটক করা হয়।
প্রেস বার্তায় আরও বলা হয়, এভাবে রাজনৈতিক নিপীড়ন চায়িয়ে ইউপিডিএফকে এবং জনগণের ন্যায় সঙ্গত আন্দোলনকে দমন করা যাবে না। অতীতেও এভাবে গ্রেফতার, নির্যাতন, মিথ্যা মামলা, হুলিয়া দিয়ে ইউপিডিএফকে নির্মূলের ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু জনগণের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা নিয়ে পার্টি তা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে।
আটককৃতদের কাছ থেকে দুটি অস্ত্র ও ৬টি গুলি পাওয়া গেছে তা পরবর্তীতে সাংবাদিকদের কাছে যে দাবি করা হয়েছে তার প্রত্যাখ্যান করে প্রেস বার্তায় দাবী করায়, আটককৃতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ পাওয়ার তথ্য সবৈব মিথ্যা ও বানোয়াট। এর সাথে বাস্তব ঘটনার সাথে কোন মিল নেই। রাজনৈতিকভাবে ফাঁসানোর জন্য এবং গ্রেফতারের বৈধতা দেওয়ার জন্য এই মিথ্যা তথ্য সাজানো হয়েছে।
প্রেস বার্তায় এ গ্রেফতারকে অগতান্ত্রিক, অসাংবিধানিক ও মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করে অবিলম্বে আটককৃতদের নি:শর্ত মুক্তি এবং খাগড়াছড়িসহ সারা পার্বত্য চট্টগ্রামে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.