রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে বিলাইছড়ি থানা পুলিশ।
পুলিশ জানায়,অজ্ঞাতনামা ব্যক্তিটিকে ১৫/২০ দিন আগে চরম নির্যাতন করে হত্যা করে লাশ মাটি চাপা দিয়ে গুম করে। পুলিশ আরও জানায়,লাশটির মাথার খুলি বিচ্ছিন্ন ছিল, দু’হাত কনুই পর্যন্ত বিচ্ছিন্ন, দেহ ও মুখমন্ডল বিকৃত ছিল এবং পরনে কোন বস্ত্র ছিল না। এ হত্যাকান্ড কে বা কারা ঘটিয়েছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। তবে তদন্ত ও পুলিশী অভিযান অব্যাহত আছে বলে এসআই আকতার জানিয়েছে। উদ্ধার করা মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর ।
বিলাইছড়ি থানার এসআই আকতার হোসেন জানান,সংবাদ পেয়ে এসআই সুধাংশু শেখর হালদার এর নেতৃত্বে বিলাইছড়ি থানার পুলিশ ফোর্স ১৫ নভেম্বর ফারুয়া ইউনিয়নের গোয়াইনছড়ি ধমাছড়া ঝর্ণার নির্জন পাহাড়ের নিচে মাটি চাপা দেয়া অবস্থায় লাশটিকে উদ্ধার করে। এব্যাপারে বিলাইছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.