শুদ্ধ উচ্চারণে রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে কর্মশালা

Published: 19 Nov 2015   Thursday   

শুদ্ধ উচ্চারনের লক্ষে বুধবার রাঙামাটিতে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে জাতীয় সংগীত প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রনালয়ের নির্দেশনায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রবর্তিত শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ কর্মসূচীর বাস্তবায়ন করছে।

 শিল্পকলা একাডেমীর মিলনাতনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন শিল্পকলার সহ-সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে। সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার সিনথিয়া চাকমা। দিন ব্যাপী কর্মশালায় জেলার ২৬টি সরকারী প্রাথমিক স্কুলের ২৬জন প্রধান শিক্ষক, ২টি মাধ্যমিক স্কুলের ২জন প্রধান শিক্ষক ও মহিলা ও রাঙামাটি সরকারী কলেজের ২জন অধ্যক্ষ মোট ৩০জন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অংশ নেন। দিনব্যাপী সঙ্গীত প্রশিক্ষন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে জেলাশিল্পকলা একাডেমীর সঙ্গীত শিক্ষক মিলন ধর প্রশিক্ষণ প্রদান করেন। তবলায় ছিলেন  সুবল বিশ্বাস

রাঙামাটির পিটিআইতে প্রশিক্ষণরত শিক্ষক ও উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত