পানছড়িতে ইউপিডিএফের ফসল উত্তোলনে সহায়তা অভিযান কর্মসূচী

Published: 22 Nov 2015   Sunday   

সাধারণ জনসাধরণকে কৃষি কাজে সহয়তার করার লক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা  ফসল উত্তোলন কর্মসূচী রোববার থেকে শুরু করেছে। এ কর্মসূচীর মধ্যে রয়েছে ধান উত্তোলন, ধান কাটা, ধান মারা।

পানছড়ি উপজেলার  ইউপিডিএফের সংগঠক প্রমোদ চাকমা জানান, পানছড়ি উপজেলার সাধারণ জনগণকে সহায়তা করার লক্ষে এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার তারা বন করুণা মোহন পাড়ার নিহার বিন্দু চাকমার ২ একর, তারাবন রাজ মোহন পাড়ার কালেন্দি রাণী চাকমা ২ একর, জ্ঞান বিকাশ চাকমার আড়াই একরসহ আরো অনেক কৃষকের ধান কাটা, ফসল তোলার  সহায়তা করা হয়েছে।

ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স  ফেরারেশন  ও উপজেলার ভিলেজ কমিটির ৪০জন সদস্য অংশ গ্রহণ করে। এ কর্মসূচী অনেক দিন পর্যন্ত চলবে বলে নেতা-কর্মীরা জানান।

এ কর্মসূচির নেতৃত্বে রয়েছেন ইউপিডিএফ পানছড়ি উপজেলার সংগঠক প্রমোদ চাকমা, পপনছড়ি উপজেলা গণতান্ত্রিক যুব ফোরাম নেতা রুপায়ন চাকমা, পিসিপি নেতা রুপম চাকমা, পানছড়ি বড়কলক ছদকক্লাবের সহ-সভাপতি রিকু চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত