আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বড় ভাইয়ের সাপ্তাহিক ক্রিয়া সম্পন্ন

Published: 22 Nov 2015   Sunday   

আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমার বড় ভাই প্রয়াত জ্ঞান রতন চাকমার সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে।

আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাস ভবনে আয়োজিত প্রয়াতের উদ্দেশ্য আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে ধর্ম দেশনা দেন আইমাছড়া শাখা বন বিহারের অধ্যক্ষ ধর্মসার ভিক্ষুর। এসময় আইমাছড়া শাখা বন বিহারের আনন্দ জ্যোতি ভিক্ষু কল্যাণ প্রিয় ভিক্ষু যতিক ভিক্ষু শম্ভুমিত্র ভিক্ষু, আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামরতন চাকমা,বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোজ চাকমা (বিরো) সহসভাপতি অনিত কুমার চাকমাসহ প্রয়াত জ্ঞানরতন চাকমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এলাকার গন্যমান্য ব্যাক্তিবগ।

ধর্মীয় অনুষ্ঠানে ইউনিয়নের সাধারন লোকজন যোগদান করেন। এ ধর্মীয় অনুষ্ঠানে বুদ্ধমুর্তি দান অষ্টপুরষ্কার দান সংঘদান হাজার বাতি দান পিন্ডদান ছাড়াও ফানুস উত্তোলন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত