রোয়াংছড়িতে এক বিধবা মহিলার ৫ লক্ষ টাকার গাছ কর্তনের অভিযোগ

Published: 22 Nov 2015   Sunday   

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দক্ষিন ছাইঙ্গ্যা সুইচ গেইট এলাকার জনৈক মৃত মোজাহার মিয়ার  বিধবা স্ত্রী  নরুুন্নাহারের অন্ততঃ ৫ লক্ষ টাকার মুল্যবান বিভিন্ন প্রজাতির গাছ জোর পুর্বক কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনের সময় বিধবা মহিলা নুরুন্নাহার অভিযোগে করে জানান, বিধবা মহিলা নুরুন্নাহার তার স্বামীর মৃত্যু পর  বহু কষ্টে তার স্বামীর রেখে যাওয়া পাহাড়ে বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপন করে পরিচর্যার মাধ্যমে বড় করেছেন। সাপ্তাহ খানিক পুর্বে ওমর ফারুক,চিনুমং মারমা, ও আবদুল হামিদ তার জায়গায় অবৈধ প্রবেশ করে গাছ  কর্তন করতে থাকলে তিনি তাদেরকে বাধা দেন। এতে বাধা উপেক্ষা করে গাছ  তারা লক্ষাধিক টাকার গাছ পাচার করে নিয়ে যায়। অবশেষে তিনি রোয়াংছড়ি পুলিশের আশ্রয় নিলে পুলিশ এসে বাধা প্রদান করলে অনেক কাটা গাছ রয়ে যায়। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন

এলাকাবাসীদের অভিযোগ, ওমর ফারুক একজন শুধু গাছ  চোরাকারবারী নয় তিনি ভুমি দস্যুও বটে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত