সোমবার বান্দরবান সদরের সুয়ালক ইউপি’র ১নং ওয়ার্ড বঙ্গপাড়া এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ জানায়, সোমবার বান্দরবান সদরের ৪নং সুয়ালক ইউপিস্থ ১নং ওয়ার্ড বঙ্গপাড়া এলাকায় কাঁচা রাস্তার উপর কিছু লোক ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে বলে গোপণ সংবাদের ভিত্তিতে খবর পায় পুলিশ। পরে বান্দরবান সদর থানার অফিসার-ইন-চার্জ রফিক উল্লাহ-এর নেতৃত্বে এক দল পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নুরুল ইসলাম (৩৮) ও আবু তাহের রহিম (২৮)-কে আটক করা হয়। আটকৃতদের শরীরে তল্লাশি চালিয়ে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে বান্দরবান শহরে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.