মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

Published: 24 Nov 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনার সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের আয়োজনে জেলা প্রশাসনের সহায় সভায় প্রধান অতিথি  ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সচিব মো. আমজাদ হোসেন। সভা সঞ্চালনা করেন জাতীয় মানবাধিকার কমিশনের কমিনেকেশন এনালিস্ট মুহাম্মদ রবিউল আলম।

সভায় জাতীয় মানবাধিকার কমিশনের কার্যক্রমের তথ্যচিত্র তুলে ধরেন জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান বলেন,যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে, সেখানে জাতীয় মানবাধিকার কমিশন সোচ্চার রয়েছে। এখানে কে পাহাড়ি, কে বাঙালি, তা বড় পরিচয় নয়, সবাই মানুষ। মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করা হয়ে থাকে।

তিনি আরো বলেন, জাতীয় মানবাধিকার কমিশন কোন এনজিও সংস্থা নয়, এটি একটি রাষ্ট্রের সংস্থা। অনেক সময় রাষ্ট্র এত বেশি ক্ষমতাশালী হয়ে উঠে যার ফলে মানবাধিকার অনেক সময় লঙ্ঘনের পথে চলে যায়। জাতীয় মানবাধিকার কমিশন থেকে রাষ্ট্রকে মনে করিয়ে দেয়া হয় যে, এ জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আবার এ কমিশন রাষ্ট্রের সংস্থা হলেও রাষ্ট্রের নির্দেশে সংস্থা চলে না। সংস্থার তার নিয়ম অনুযায়ী চলে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত