জুরাছড়িতে মাসব্যাপী হস্তশিল্প বুনন, গীত ও নিত্য প্রশিক্ষণার্থীদের সদনপত্র বিতরণ

Published: 26 Nov 2015   Thursday   

বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলায় মাস ব্যাপী হস্তশিল্প বুনন, গীত ও নিত্য প্রশিক্ষণার্থীদের মাঝে সদন বিতরণ করা হয়েছে।

উপজেলা শহিদ মিনার প্রঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সনদ বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন

জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠর সাংস্কৃতিক ইনস্টিটিউর পরিচালক রুনেল চাকমা সভাপতিত্ব বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠর সাংস্কৃতিক ইনস্টিটিউটের কার্যনির্বাহী সদস্য রাজ পরিবারের চাঁদ রায়, সদস্য ও পার্বত্য চট্টগ্রামের কবি, লেখক মিত্তিকা চাকমা, সদস্য সুগত চাকমা । অনুষ্ঠান শেষে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠর সাংস্কৃতিক ইনস্টিটিউটের যৌথ পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উদয় জয় চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্বা আদিবাসীদের সংস্কৃতি বিশ্বের দর্বারে প্রতিষ্ঠাতা করতে হবে। জাতীয়ভাবে তৈরী করতে হবে আদিবাসী নতুন প্রজম্ম শিল্পী গোষ্ঠীকে।

উল্লেখ্য,ক্ষুদ্র  নৃ গোষ্ঠর বর্ণাঢ্য সংস্কৃতি র্চচা, প্রসার সংরক্ষন ও উন্নয়ন কর্মসূচীর আওতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠর সাংস্কৃতিক ইনস্টিটিউট হস্তশিল্প বুনন, গীত ও নৃত্য প্রশিক্ষণ ২৪ অক্টোবর শুরু হয়। এর মধ্যে হস্তশিল্প বুননে-৩০ জন, গীত-১৫ জন ও নৃত্য ১৫জন নারী প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত