পানছড়িতে ৫ বৌদ্ধ ভিক্ষুকে মহাস্থবিরে বরণ

Published: 27 Nov 2015   Friday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রজ্ঞাপুর বন বিহারে শুক্রবার এক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫ বৌদ্ধ ভিক্ষুকে মহাস্থবির হিসেবে বরণ করা হয়েছে।

 

প্রজ্ঞাপুর বন বিহারে প্রাঙ্গনে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি রাজবন বিহারের ভিক্ষু সংঘের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। ধর্ম দেশনা দেন পানছড়ি মুনিপুর বনবিহারের অধ্যক্ষ বশিষ্ট মহাস্থবির,সুমন মহাস্থবির,ধর্মধার স্থবির প্রমূখ। অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান,সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ সামগ্রি দান করা হয়।

 

অনুষ্ঠানে ৫জন ভিক্ষুকে মহাস্থবির হিসেবে বরণ করে নেয়া হয়। তারা হলেন,রাঙামাটির লুম্বিনি বন বিহারের অধ্যক্ষ ধর্মতীর্ষ মহাস্থবির, খাগড়াছড়ির পানছড়ি প্রজ্ঞাপুর বন বিহারে অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির,ইটছড়ি বন বিহারের অধ্যক্ষ বিধুর মহাস্থবির, আনন্দ মহাস্থবির,বোধি আর্ষ রত্ম মহাস্থবির।

 

উল্লেখ্য, প্রব্রজ্যা গ্রহনের পর থেকে বৌদ্ধ ভিক্ষরু  ২০ বছর  অতিবাহিত হওয়ার পর ওই ভিক্ষুকে অনুষ্ঠানিকভাবে মহাস্থবির উপাধিতে ভূষিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত