দীঘিনালায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ভারতীয় সহকারী হাইকমিশনার

Published: 27 Nov 2015   Friday   

শুক্রবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাঘাইছড়ি দুঅর-এ ‘কনর্সান সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড (সিএসডি)’ পরিচালিত প্রতিবন্ধী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।

 

বাঘাইছড়ি দুঅর-এ ‘কনর্সান সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড (সিএসডি) এর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার।

 

এসময় দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, নির্বাহী কর্মকর্তা ড. মোঃ শহিদ হোসেন চৌধুরী, প্রবীণ সাংবাদিক অরুণ দাশ গুপ্ত, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কবি আশীষ সেন, সিএসডি’র প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ গুপ্ত এবং সিএসডি’র সহ-সভাপতি আনন্দ কুমার চাকমা প্রমুখ।

 

মতবিনিময় সভা শেষে তিনি প্রতিষ্ঠানটির কম্পিউটার, সেলাই, চারুকলা, তাঁতের কাজ প্রশিক্ষন পরিদর্শনের পাশাপাশি প্রতিবন্ধী হোস্টেলে শিশুদের সাথে মধ্যাহ্ন ভোজে যোগদান করেন।

 

পরে সহকারী হাই কমিশনার  জেলা শহরের রামকৃষ্ণ সেবাশ্রম ও সিএসডি’র একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

 

মতবিনিময় সভায় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার বলেন,প্রতিবন্ধীরা সুযোগ পেলে নিজেদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে তার বড় প্রমাণ এ প্রতিষ্ঠান। তিনি প্রতিবন্ধীদের বোঝা না ভেবে সবাইকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত