পার্বত্য চুক্তির ১৮তম বর্ষ পূর্তি উপলক্ষে শনিবার ঢাকায় সন্তু লারমার সংবাদ সন্মেলন

Published: 27 Nov 2015   Friday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার রাজধানী ঢাকায় সংবাদ সন্মেলন ডেকেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি । 

 

শুক্রবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক মঙ্গল কুমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় জানান,শনিবার সকাল ১১টায় ঢাকার হোটেল সুন্দরবন হোটেলে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সন্মেলনে মূল বক্তব্যে উপস্থাপণ করবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)।

 

সংবাদ সন্মেলনে উপস্থিত থাকবেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য্য, কলামিষ্ট সৈয়দ আবুল মকছুদ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক সঞ্জীব দ্রং, আইইডি’র নির্বাহী পরিচালক নুমান আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেছবাহ কামাল প্রমুখ।

 

এদিকে একাধিক সূত্র জানায়,গত বছর ২৯ নভেম্বর ঢাকায় পার্বত্য চুক্তির ১৭ তম বর্ষপূতি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সন্মেলনে সন্তু লারমা ৩০ এপ্রিলের মধ্যে সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক কর্মপরিকল্পনা(রোডম্যাপ) কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ১ মে থেকে সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষনা করেছিলেন।

 

অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে রাঙামাটি ও বান্দরবানে হাটবাজার ও দোকানপাট  এবং অফিস-আদালত বর্জন এবং তিন পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালিত হলেও সরকারের পক্ষ থেকে কোন প্রকার সাড়া মেলেনি।

 

এবার ১৮ তম পার্বত্য চুক্তির বর্ষপূর্তিতে সংবাদ সন্মেলনে পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের কর্মসূচির চাইতে আরও কঠোর কর্মসুচি ঘোষনা দিতে পারেন সন্তু লারমা।

 

তবে অপর একটি সূত্র জানায়, শনিবার সংবাদ সন্মেলনে  কঠোর কর্মসূচি ঘোষনা না দিলেও আগামী  ২ ডিসেম্বর রাঙামাটিতে বিশাল গণ সমাবেশে এ ঘোষনা দিতে পারেন সন্তু লারমা।

 

উল্লেখ্য,১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামীলীগ সরকারের সাথে পার্বত্যবাসীর পক্ষের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমার মধ্যে ঐতিহাসিক পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়।

 

পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর তৎকালীন শান্তি বাহিনীর প্রায় দুই হাজার সদস্য অস্ত্র জমাদানের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত