রাঙামাটিতে বেকার যুবকদের ফ্রিল্যান্সিং ও আইটিতে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষনের উদ্যোগ

Published: 29 Nov 2015   Sunday   

রাঙামাটিতে অনলাইন ফ্রিল্যান্সিং এবং তথ্য প্রযুক্তিতে(আইটি) দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের লক্ষে  কোডার্স ট্রাস্ট-এর একটি প্রতিনিধি দল রোববার  জেলা পরিষদ  চেয়ারম্যানের সাথে সাক্ষাত করেছেন।

 

ইউএনডিপি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় অনলাইন আর্নিং এবং আউটসোর্সিং বিষয়ে পার্বত্য জেলার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে পরিষদ  চেয়ারম্যান বৃষ কেতু কেতু চাকমা’র সাথে সাক্ষাতকালে এসময় কোডার্স ট্রাস্ট এর হেড অব অপারেশন্স শাকিল মাহমুদ ও মার্কেটং ম্যানেজার আসিফ আহম্মদ তন্ময় এবং ইউএনডিপি-সিএইচটিডিএফ এর কমুনিটি এমপাওয়ারমেন্ট অফিসার বিহিত বিধান খীসা। 

 

এছাড়া পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাতকালে কোডার্স ট্রাস্ট-এর প্রতিনিধি দলটি পার্বত্য চট্টগ্রামের বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে অনলাইন আর্নিং এবং আউটসোর্সিং বিষয়ে দক্ষ জনশক্তি তৈরি বিষয়ে পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেন। 

 

এ প্রশিক্ষনের মাধ্যমে এলাকার শিক্ষিত বেকার যুবকরা আইটি বিষয়ে দক্ষ করে গড়ে  তোলার পাশাপাশি রাঙামাটিতে বসে সারা বিশ্বে কাজের ক্ষেত্র খুঁজে পাওয়াসহ অনলাইন আয়ের সুযোগ সৃষ্টি হবে বলে তারা জানান।

 

এসময় পরিষদ চেয়ারম্যান বিদ্যমান শিক্ষিত বেকারদের সমস্যা দূরীকরণে আইটি প্রশিক্ষণ এবং অনলাইন বিষয়ে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের উপর একমত পোষণ করেন। পরিষদের পক্ষ থেকে কোডার্স ট্রাষ্ট্রকে সর্বাত্বক সহযোগিতা প্রদানের তিনি আশ্বাস  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত