পার্বত্য চুক্তি বর্ষপূর্তিতে দীঘিনালা উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা

Published: 02 Dec 2015   Wednesday   

পার্বত্য শান্তিচুক্তির ১৮ তম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

দিবসটি উপলক্ষে বুধবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়কে প্রদক্ষিন করে লারমা স্কোয়ারে  গিয়ে শেষ হয়। পরে সেখানে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক মেজর ইমতিয়াজ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা।

 

শোভাযাত্রায় উপজেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দীঘিনালা সেনা জোনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর ইমতিয়াজ প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম মান্নান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মোঃ কাশেম, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা ও দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু বক্তব্য রাখেন।

 

বিকালে উপজেলার পুরাতন হাইস্কুল মাঠে প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে শান্তি চুক্তির ১৮ তম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত দিন ব্যাপী কর্মসূচীর সমাপনী ঘটে।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দুই যুগের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটেছে। 

 

পাহাড়ে বসবাসরত মানুষের শান্তি সম্প্রীতি উন্নয়নের পথ সুগম হয়েছে। তাই কোনো কারণে যাতে এই উন্নয়নের পথ বাধাগ্রস্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার মাধ্যমে পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐক্যবদ্ধ প্রয়াস বজায় রাখার জন্য বক্তাগন উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত