মাদক প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন কাপ্তাই থানার ওসি

Published: 02 Dec 2015   Wednesday   

কাপ্তাই থানার নব নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ) রঞ্জন কুমার সামন্ত মাদক প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।

 

মঙ্গলবার কাপ্তাই থানায় যোগদানের পর প্রথমে তিনি জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে একমত বিনিময় কালে এ কথা বলেন। তিনি বলেন, পুলিশি ভাষায় মাদককে সকল অপরাধের মা বলা হয়।

 

এই মাদকের ছোবলে তরুণ প্রজন্মের কিশোর-কিশোরী, যুবক-যুবতীরা ধ্বংস হয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রান পেতে মিডিয়ার সহযোগিতার বিকল্প নেই। এছাড়া তিনি ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

 

মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদায়ী ওসি হারুন অর রশিদ, এএসআই ফারুক, এএসআই সুজন, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কবির হোসেন, কাজী মোশারফ হোসেন, ঝুলন দত্ত, মাহফুজ আলম, আহামেদ নবী, আলমগীর কবির প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআ

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত