লামা উপজেলায় পাঁচবারের ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে শুক্রবার ৮২ লক্ষ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
কনসার্ন ইউনিভার্সেল-বাংলাদেশ এর সহযোগিতায় ডিএফআইডি’র অর্থায়নে স্থানীয় এনজিও এন.জেড একতা মহিলা সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন।
অনুষ্ঠানে লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এর সভাপতিত্বে নগদ অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, লামা আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল সারোয়ার আলম পিএসসি, এইচআরডি কনসার্ন ইউনিভার্সেল মোঃ জাহেদ নেওয়াজ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রহিম চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যাসাপ্রু মার্মা, লক্ষীপদ দাশ, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল মাহমুদ হাসান, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল ও একতা মহিলা সমিতি’র পরিচালক আনোয়ারা বেগম প্রমূখ।
অনুষ্ঠানে একতা মহিলা সমিতি কর্তৃক লামা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্থ ৬৫২জন উপকারভোগীদের মাঝে নগদ ৯ হাজার টাকা করে মোট ৫৮ লক্ষ ৬৮ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া রেডক্রিসেন্ট সোসাইটি কর্তৃক ৪শত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে নগদ ৬ হাজার টাকা করে ২৪ লক্ষ টাকা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, নারীদের উন্নয়নের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ গঠনে মা’দের ভূমিকা বেশী বলে তিনি দাবী করেন। তিনি সকলকে নারী সমাজকে সম্মান করতে পরামর্শ এবং দারিদ্র বিমোচনের জন্য সবাইকে সঞ্চয় করতে উৎসাহ প্রদান করেন।
প্রকৃতিক বিপর্যয় মোকাবেলায় তিনি সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে বলেন, সবাই অন্তত ১টি করে গাছ লাগান তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আমরা যদি পরিবেশকে ভালবাসি তাহলে পরিবেশ আমাদেরকেও ভালবাসবে।
এদিকে, অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নয়াপাড়ায় নির্মিত ত্রিপুরা কল্যাণ সংসদ ভরন, মেরাখোলা বৌদ্ধ বিহার উদ্বোধন ও মেরাখোলা মিয়াবাদী ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.