শনিবার রাঙামাটিতে রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের সহ-সভাপতি ও রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক এম.জিসান বখতেয়ার, কার্যনির্বাহী সদস্য নাইউ-প্রু মারমা মেরী, রেজাউল করিম রেজা, মো: জসিম উদ্দিন,ডা:গঙ্গা মানিক চাকমা, অলিভ চাকমা (ইতিময়) প্রমুখ। সভার শুরুতে যে সমস্ত সদস্য মৃত্যু বরণ করেছেন তাদেঁর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় উম্মুক্ত আলোচনায় অংশ করেন আজীবন সদস্য ডা: রশিদুজ্জামান রশীদ, সাবেক সাধারন সম্পাদক আকবর হোসেন চৌধুরী, আবু সাদাৎ মো: সায়েম, আজীবন সদস্য শাহজাহান মোল্লা, মো: মহসিন রানা, মামুনুর রশীদ মামুন।
সভায় ২০১৪ সালের সাধারণ সভার কার্যবিবরণী, অডিট রিপোট, বার্ষিক প্রতিবেদন ,আয় ও ব্যয়ের হিসাব, সম্ভাব্য বাজেট নিয়ে অলোচনা করা হয়। এছাড়া সভায় ২০১৬ সালের ইউনিটের আয় ও ব্যয়ের সম্ভাব্য বাজেট সভায় পাশ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর