পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রোববার বান্দরবানের কেন্দ্রীয় বৌদ্ধ শশ্বানে ৫৫ লক্ষ টাকার ব্যয়ে চেহ-রাইঃ ঘর নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন উদ্ধোধন করা হয়েছে।
ভিত্তি প্রস্থর উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ,বোমাংচীফ রাজা উঃ উচপ্রু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মংক্যাচিং চৌধুরী,থোয়াইচপ্রু মাষ্টার, রাজপুত্র চহ্লাপ্রু জিমি,রাজপুত্র মংওয়েপ্রু সহ অন্যন্য উপজাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, প্রতিমন্ত্রীর বাস ভবনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩ লক্ষ টাকা অর্থায়নে রুমা ব্যাথেল পাড়া ইয়ং বোম এসোসিয়েশনের নেতৃবৃন্দের নিকট একসেট ডিজিটাল মাল্টিমিডিয়া প্রজেক্টর,ল্যাপটপ,মনিটর ও ইউপিএস সহ,অডিটরিয়াম স্পীকার,কম্পিউটার টেবিল,লেজার জেট প্রিন্টার ও চেয়ার প্রদান করেন প্রতিমন্ত্রী
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.