রাঙামাটিতে গণশুনানী অনুষ্ঠিত

Published: 07 Dec 2015   Monday   

সোমবার সেবার জন্য প্রশাসন, দুর্নীতিকে না বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে গণশুনানী অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রাঙামাটি শিল্পকলা একাডেমীতে গণ শুনানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সামসুল আরেফীন।  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা প্রমুখ। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

গণশুনানীতে অংশ গ্রহনকারীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হয়রানির ব্যাপারে প্যানেল আলোচকদের দৃষ্টি আর্কষণ করলে তাৎক্ষনিক ছোট খাট বিষয়গুলো সমাধান করা হয়। এছাড়া বড় বড় সমস্যাগুলো সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়।

 

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অভিযোগ করে বলেন, জেলা পরিষদ বিভিন্ন হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা কর্মচারী ডেপুটেশনে প্রথা বাতিল করার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত