বান্দরবানে ঐতিহ্যবাহী রাজপূণ্যা ১৮ ডিসেম্বর শুরু

Published: 07 Dec 2015   Monday   

বান্দরবানে ঐতিহ্যবাহী রাজপূণ্যা মেলা আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। তিন দিনব্যাপি এই মেলার আয়োজন চলবে। এটি ১৩৯তম রাজপূণ্যা মেলা। বাৎসরিক খাজনা আদায় উপলক্ষে এ মেলার আয়োজন অনুষ্ঠিত হয়। এদিন রাজাকে বিভিন্ন ধরণের উপঢৌকন দেয়া হয়।

 

সোমবার বোমাং রাজা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন রাজা বোমাংগ্রী উ চ প্রু। 

 

বোমাং রাজা অর্থাৎ বোমাং সার্কেলের অধিনে প্রজাদের কাছ থেকে বৎসরের একটা নির্ধারিত তারিখে খাজনা বা কর আদায় করা হয়। বোমাং সার্কেলে অধিনে ১০৯টি মৌজা হেডম্যান  (মৌজা প্রধান), এক হাজারজন কার্বারী (পাড়া প্রধান) রয়েছেন।

 

বোমাং সার্কেলের অধিনে জুম চাষসহ (পাহাড়ে চাষ) সমভূমিতে চাষ করেন হাজারো কৃষক। তাদের কাছ থেকে কার্বারী ও হেডম্যানরা আদায় করে রাজার রাজ কোষাগারে জমা করেন। এই খাজনা আদায় উপলক্ষ্যে মেলার আয়োজন করেন রাজা। খাজনা আদায়কে কেন্দ্র করে যুগ যুগ ধরে ঐতিহ্যবাহী রাজপূণ্যা মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বোমাং সার্কেলে অর্থাৎ বান্দরবান পার্বত্য জেলায়। 

 

জানা গেছে, বোমাং সার্কেলের ১৭তম রাজা বোমাংগ্রী উ চ প্রু ১৩৯তম রাজপূণ্যা মেলার উদ্বোধন করবেন। এটি তার দ্বিতীয় রাজপূণ্যা মেলা। সংবাদ সম্মেলনে জানানো হয় রাজপূণ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। গতকাল সংবাদ সম্মেলনে রাজা ছাড়াও আরো উপস্থিত ছিলেন, রাজপুত্র চহ্লাপ্রু জেমী, মংঞপ্রু, হেডম্যান মংথোয়াইসিং প্রমুখ।

 

সংবাদ সম্মেলনে রাজা উ চ প্রু জানান, পৌর শহরে রাজার নামে ৮ একর জমি সরকারিভাবে লিজ রয়েছে। কিন্তু ডিমার্কেশন করা নেই। ফলে আধুনিক রাজপ্রাসাদ তৈরীর চিন্তা মাথায় থাকলেও জমি চিহ্নিত ও পরিমাপ না থাকায় তা সম্ভব হচ্ছে না।

 

এর জন্য তিনি সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। আসন্ন রাজপূণ্যামেলা পন্ড করে দেয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। তবে কারা হুমকি দিয়েছেন তা প্রকাশ করেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত