আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে আলাপ করে অচিরেই ফেসবুক খোলার সিদ্ধান্ত নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী

Published: 08 Dec 2015   Tuesday   

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের প্রয়োজনে ফেসবুক বন্ধ করা হয়েছে।  ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। এখন আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে আলাপ করে অচিরেই ফেসবুক খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

 

তিনি আরও বলেন, আলাপ আলোচনার মাধ্যমে পাহাড়ে সমস্যা সমাধানে কাজ করতে হবে। পার্বত্য অঞ্চলে শান্তি স্থাপনের লক্ষ্যে চুক্তি করা হয়েছে। এ অঞ্চলের শান্তির ধারা অব্যাহত রাখতে ক্রমাগত কাজ করে যাচ্ছি।

 

মঙ্গলবার খাগড়াছড়ির রামগড় থানা উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 

উদ্বোধন শেষে মন্ত্রী রামগড় থানার উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেন। খাগড়াছড়ি পুলিশ সুপার মজিদ আলী বিপিএম সেবার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির নির্বাচিত সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, পুলিশের চট্টগ্রাম বিভাগের ডিআইজি সফিকুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রি: জেনারেল তোফায়েল আহম্মেদ, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জান এবং জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: জাহেদুল আলম প্রমূখ।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পাহাড়ে যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তারা নিজেদের ভুল বুঝে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষে কাজ করবেন।

 

আইন-শৃংখলা বজায় রাখতে পার্বত্য চট্টগ্রামে র‌্যাব দেওয়া হবে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার প্রয়োজনে যে কোন ধরনের ব্যবস্থা নেবে। প্রশাসন শান্তি-প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে এবং বর্তমানে পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে।

 

এদিকে, পুলিশ প্রশাসন সূত্র জানায়, বর্তমান সরকার পুলিশ বাহিনী ও আইন-শৃংখলা বাহিনীকে আরো আধুনিক ভাবে গড়ে তুলতে ৬ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যায়ে রামগড় এ থানা ভবন নির্মান কাজ শুরু করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত