রোয়াংছড়িতে বন্য ভালুকের আক্রমনে আহত ৩, ভালুককে গুলি করে হত্যা

Published: 08 Dec 2015   Tuesday   

বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম তারাছা ইউনিয়নের সাগ্রাথংওয়া বনে বাঁশ কাটতে গেলে ভালুকের আক্রমনে ৩ জন গুরুত্বর আহত হয়েছে। শনিবার এ ঘটনা ঘটে ।

 

স্থানীয় পাড়াবাসীরা জানায়, উপজেলার তারাছা ইউনিয়নে সাগ্রাথংওয়া বনে শনিবার ৩ ব্যক্তি বাঁশ কাটতে যান। এ সময় একটি বন্য ভালুক অতর্কিতে হামলা করে তাদের উপর । এতে  সুন্দরী পাড়ার মংহ্লাথোয়াই মারমা (৩৩)  ও  মংক্যহ্লা মারমা (৩৪)   আহত হয়।  আহতদের মধ্যে দুজনের  হাত ভেঙ্গে গেছে। বর্তমানে তারা  বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছে।

 

অপরদিকে, বড়শিলা পাড়া থেকে বাঁশ কাটতে গেলে  ভালুকের আক্রমনে মংপ্রুথোয়াই মারমা( ৩৬)  নামের অপর একজন গুরুত্বর আহত হয়।  খরব পেয়ে পাড়াবাসীরা ঘটনা স্থলে গেলে  ভালুকটি  তাদের উপর  আবারও আক্রমন করে।

 

এসময় ভালুকটি উদ্বারকারীদের আক্রমন করলে এবং আক্রমের হাত থেকে রক্ষা পাওয়ার কোন  উপায়  না দেখে  বড়শিলা মৌজা হেডম্যান শৈসাঅং মারমাকে খবর  দেয়।  তিনি  তার  বন্দুক নিয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে যান।  এক পর্যায়ে এলাকাবাসীর অনুরোধে   ও জীবন রক্ষার্থে  হিংস্র ভালুকে  তিনি গুলি হত্যা করেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত