রাঙামাটির নানিয়ারচরের বগাছড়িতে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাবববন্ধন

Published: 10 Dec 2015   Thursday   

রাঙামাটির নানিয়ারচর উপজেলার বগাছড়ির সুরিদাজ পাড়ায় সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ ৭৩ পাহাড়ী পরিবারকে ক্ষতিপূরন ও  দোষীদের শাস্তির দাবীতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্থ লোকজন। 

 

নানিয়ারচর ভূমি রক্ষা কমিটি ও ক্ষতিগ্রস্থ পরিবারের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনে বগাছড়ির সুরিদাজ পাড়ায় সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ পাহাড়ী নারী-পুরুষ  অংশ নেন।

 

মানববন্ধন চলাকালে  বুড়িঘাট ইউপি’র মহিলা মেম্বার কাজলী ত্রিপুরার সভাপতিত্বে অন্যান্যও মধ্যে বক্তব্যে রাখেন, বুড়িঘাট ইউপি মেম্বার আনন্দ চাকমা, শিক্ষক সুবিন্ত চাকমা, তুষার মনি চাকমা ও ক্ষতিগ্রস্থ শান্তি প্রভা চাকমা।

 

মানবন্ধনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, ক্ষতিগ্রস্থ ৭৩ পরিবার গত এক বছরেও  কোন ক্ষতিপুরণ পায়নি। নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ প্রদানসহ ঘটনার সাথে জড়িতদের শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবী জানান।

 

উল্লেখ্য, গত বছর ১৬ ডিসেম্বর রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বগাছড়িতে সুরিদাজ পাড়ায় সাম্প্রদায়িক সহিংস ঘটনায় দুর্বৃত্তরা ৭৩টি পাহাড়ী বসত বাড়ীতে অগ্নিসংযোগ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত