রাঙামাটি শহরের সাথে কাউখালী উপজেলার সঙ্গে সরাসরি বাস সার্ভিস চালু

Published: 10 Dec 2015   Thursday   

বৃহস্পতিবার   রাঙামাটি শহর  থেকে সরাসরি কাউখালী উপজেলায় বাস সার্ভিস  চালু করা হয়েছে।

 

শহরের পুরাতন বাস ষ্ট্যান্ডে কাউখালী উপজেলার সরাসরি বাস সার্ভিস চালুর আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে কাউখালী কাউখালী নির্বাহী কর্মকর্তা সাফিয়া বেগম, বাস মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিমসহ অন্যান্য প্রমুখ উপস্থিত ছিলেন।

 

জানা গেছে,রাঙামাটি মোটর মালিক সমিতির আওতায় প্রতিদিন একটি বাস সকালে রাঙামাটি শহর থেকে ছেড়ে যাবে এবং তা বিকালে কাউখালী থেকে যাত্রী নিয়ে রাঙামাটি শহওে উদ্দেশ্য আসবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত