বরকলে আন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

Published: 10 Dec 2015   Thursday   

আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বরকলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

 

বুধবার বরকল উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  উপজেলা নিবার্হী অফিসার মোঃ মাহাবুব আলম।

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বরকল মডেল থানার অফিসার ইনচার্জ নীলু কান্তি বড়–য়া, বরকল প্রেসক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান উপজেলা প্রকৌশলী মাহাবুর রহমান, কৃষি ব্যাংকের ম্যানেজার সতী রঞ্জন সোনালী ব্যাংক ম্যানেজার ক্ষেমা রঞ্জন চাকমা ব্র্যাক ম্যানেজার অলকা চাকমা।

 

এসময় বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখা ৫জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।

 

এর আগে একটি র‌্যালিবের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বাজার এলাকা প্রদক্ষিন করে উপজেলা মাঠে  গিয়ে শেষ হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত