চাকমা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় বলেছেন , বন ও ভুমির সাথে মানুষের রয়েছে গভীর সর্ম্পক। বন ও ভূমি রক্ষার পাশাপাশি পরিবেশ ও জীব বৈচিত্রের সংরক্ষণ করা জরুরী।
তিনি প্রাকৃতিক বন ও গ্রামীণ সাধারণ বন সৃষ্টি করে পার্বত্যঞ্চলে সবুজ বনায়ন সৃষ্টির মাধ্যমে জলবায়ু পরির্বতন রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
গত মঙ্গলবার ও বুধবার দুদিন সফরে বরকল উপেজলার চান্দবী ছড়া উদন্যাছড়া বামে বাঘছড়ি ও ত্রিপুরাছড়ায় এলাকার জনগোষ্ঠির সংরক্ষিত চারটি গ্রামীণ সাধারণ বন পরিদর্শনকালে চাকমা রাজা এসব কথা বলেন।
চাকমা রাজা সফরকালে তার সফর সঙ্গী ছিলেন রাজার একান্ত সচিব সুব্রত চাকমা ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমা এ্যাডভোকেট সুষ্মিতা চাকমা, সিএইচটি ওয়াটার সেড কো-ম্যানেজমেন্ট এক্টিভিটিস প্রকল্পে প্রকল্প সমন্বয়কারী মংহ্লাম্যান্ট রাখাইন বেসরকারী উন্নয়ন সংস্থা সিআইপিডি প্রকল্পের সমন্বয়ক এ্যানি চাকমাসহ বিভিন্ন মৌজার হেডম্যান কার্বারী, সাংবাদিকসহ গ্রামীণ সাধারণ বন রক্ষা কমিটির সদস্যরা।
এদিকে, চাকমা রাজা সফর উপলক্ষে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধূলা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন, পালাগান, চান্দবী বারো মাসসহ ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র হেংগ্রং বাজানোর প্রতিযোগিতা আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.