পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিক স্বীকৃতির মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে পানছড়িতে সমাবেশ

Published: 10 Dec 2015   Thursday   

পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিক স্বীকৃতির মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবীতে বহস্পতিবার পানছড়িতে  সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে।

 

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুবফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন পানছড়ি শাখার উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা শাখার সহ-সভাপতি সু-সময় চাকমা। 

 

রুপায়ন চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য বিবর্তন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক  সম্পাদক জুয়েল চাকমা, ইউপিডিএফ পানছড়ি শাখার সংগঠক প্রমোদ চাকমা প্রমূখ।

 

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রামে অবিলম্বে সাংবিধানিক স্বীকৃতির মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত