পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে যুবলীগের নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়তে হবে

Published: 10 Dec 2015   Thursday   

বাংলদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষযক সম্পদক মিজানুল ইসলাম মিজু আগাামী ৩০ ডিসেম্বর দেশের পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবব্ধভাবে ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন ।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

 

জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মোঃ আযমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পদক নূর মোাহাম্মদ কাজলসহ যুবলীগের অন্যান্য নেতারা বক্তব্য রখেন।

 

মিজু আরও বলেন নেতকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে দলীয় প্রার্থীর জয় কেউ ছিনিয়ে নিতে পরবে না।তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবব্ধভাবে কাজ করতে যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত