বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে রাঙামাটি জেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার শিহরের কমিশনের রাঙামাটি জেলা শাখার ইন্দ্রপুরী সিনেমা হল কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার।
রাঙামাটি জেলা মানবাধিকার কমিশনের সভাপতি ডা. সুপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে উদ্ধোধনী অনুষআনে বক্তব্য রাখেন কমিশনের নির্বাহী সভাপতি বিজয় রতন দে, স্বাগত বক্তব্য দেন কমিশনের সাধারণ সম্পাদক তপন কান্তি বড়ুয়া। অনুষ্ঠান পরিচালনা করেন কমিশনের সাহিত্য সম্পাদক খোকন কান্তি দে।
অনুষ্ঠান শুরুতে মহান বিজয়ের মাস উপলক্ষে বীর শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন কমিশনের সদর উপজেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট কল্যাণ মিত্র চৌধুরী ও সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া ঝুন্টু, কমিশনের জেলা কমিটির দপ্তর সম্পাদক মোঃ আবু সুফিয়ান, কমিশনের জেলা কমিটির নির্বাহী সদস্য কাউন্সিলর কালায়ন চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, বিটু বড়ুয়া, শম্ভু বড়ুয়া, ডেবিড চাকমা, ডা. পঞ্চু দাশ গুপ্ত প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার এমপি বলেন, মানবাধিকার কমিশন বিশ্বব্যাপী মানবতা রক্ষা ও প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ সংগঠন। বিশ্বব্যাপী ভূলুণ্ঠিত মানবতাকে জাগিয়ে তুলতে মানবাধিকার কমিশন একটি নিবেদিত সংগঠন।
বাংলাদেশ এবং বহির্বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠানে প্রায় ৮শ শাখার মাধ্যমে সিভিল সোসাইটির প্রায় ১লক্ষ সদস্য এ প্রতিষ্ঠানের সাথে নিয়োজিত থেকে মানবাধিকার উন্নয়ন, রক্ষা ও প্রতিষ্ঠায় নিবেদিত রয়েছেন। তাদের সাথে একাত্ম ঘোষণা করে রাঙামাটি জেলা কমিটির মানবতাবাদী কর্মীদেরও একই চেতনায় এবং গতিতে এগিয়ে এসে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় তিনি সংগঠনকে আরো গতিশীল করার প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.