পুলিশ চট্টগ্রাম রেঞ্জ হ্যান্ডবলে শিরোপা লাভ করেছে রাঙামাটি জেলা পুলিশ

Published: 11 Dec 2015   Friday   

বাংলাদেশ পুলিশ  চট্টগ্রাম রেঞ্জ আন্তঃ জেলা হ্যান্ডবল  প্রতিযোগিতায় শিরোপা লাভ করেছে রাঙামাটি জেলা পুলিশ ।

 

শুক্রবার রাঙামাটি  সুখী নীল গঞ্জ পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার  চুড়ান্ত প্রতিযোগিতায়  রাঙামাটি জেলা পুলিশ ২৫-২০ গোলে বান্দরবান জেলা পুলিশ দলকে পরাজিত করে  শিরোপা লাভ করে।

 

রাঙামাটি জেলা পুলিশের পক্ষে রিজুয়ান ১১ টি এবং রাসেল ৭ টি গোল করেন এবং বান্দরবানের পক্ষে পৌল রায়  ৯ টি  গোল করেন। রাঙামাটি জেলা পুলিশের রিজুয়ান শ্রেষ্ঠ খেলোয়ারের পুরস্কার লাভ করেন।

 

চুড়ান্ত পর্বের খেলা শেষে রাঙামাটি জেলার পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পালসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এর আগে পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ফেস্টুন ও বেলুন উড়িয়ে হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত