বান্দরবানে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপি`র সভা

Published: 12 Dec 2015   Saturday   

বান্দরবানে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে শনিবার জেলা বিএনপি এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রয়াত বোমাংরাজ সাবেক মন্ত্রী অংশৈপ্রু চৌধুরীর বাস ভবনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য শামিম হোসেন ।

 

এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জেলা সভাপতি সাচিংপ্রু জেরী,সিনিয়ার সহ সভাপতি অধ্যাপক মোঃ ওসমান গনি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির সহ সভাপতি  আবদুল কুদ্দুছ, সংগঠনের সাধারন সম্পাদক আজিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ, বান্দরবানের পৌর মেয়র প্রার্থী ও জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাবেদ রেজা, ছাত্র দলের সভাপতি সাবেকুর রহমান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ জসিম উদ্দিন তুষার, চনুমং মার্মা, জেলা কৃষক দলের সভাপতি মোঃ ইসলাম কোম্পানী,জেলা শ্রমিক দলের সহ সভাপতি নুরুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী নিরুতাজ বেগম নিলুসহ নেতা-কর্মীরা ।

 

সভায় কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য সামি হোসেন বলেন, বান্দরবানের দুই পৌরসভায় দুইজন মেয়র প্রার্থীকে ঘোষনা করেছেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ধানের শীষ প্রতীক হচ্ছেন খালেদা জিয়ার । দলের যে কেউ এ এ প্রতীকে বিরোধীতা করবে তার বিরুদ্বে  কঠোর  ব্যবস্থা নেওয়া হবে। তিনি অতীতের সবকিছু ভুলে গিয়ে বেগম জিয়ার প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানান।

 

সভাপতির বক্তব্যে বিএনপির জেলা সভাপতি সাচিংপ্রু জেরী বলেন ভাইয়ে ভাইয়ে এমনকি পরিবার পরিজনদের মধ্যে মতানৈক্য হতেই পারে, কিন্তু সেটা কখনো চীরস্থায়ী হতে পারে না। তিনি সবকিছু ভুলে দলের বৃহত্তর স্বার্থে সকলকে একযোগে কাজকরার আহবান জানান।

 

মেয়র প্রার্থী জাবেদ রেজা তার বক্তব্যে অতীতের সকল ভূলত্রুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাকে আপনজন হিসেবে গ্রহন করার আহবান জানান ।

 

সভা শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাচিংপ্রু জেরী বালাঘাটা বাজারে ধানের শিষ প্রতীকের অফিস উদ্বোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত