চ্যাম্পিয়ন রাঙামাটি সদর উপজেলা একাদশ

Published: 13 Dec 2015   Sunday   

রাঙামাটি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে রাঙ্গামাটি সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

 

রোববার রাঙামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় কাপ্তাই উপজেলা একাদশকে ১-০ গোলে হারিয়ে রাঙামাটি সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে। খেলার প্রথমার্ধে ৩০ মিনিটের মাথায় একটি পেনাল্টি কিক থেকে রাঙামাটি সদর উপজেলা একাদশ জয় সুচক একমাত্র গোলটি করেন। পরবর্তী সময়ে কাপ্তাই উপজেলা একাদশ চেষ্টা করেও খেলার সমতা আনতে পারেনি। খেলার পুরো সময় গ্যালারীতে দর্শকের ছিল পরিপূর্ণ।

 

খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন খেলায় চ্যাম্পিয়ন দলের হাতে গোল্ডকাপ ও রানার আপ দলের কাছে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।

 

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা আশীষ কান্তি বড়–য়া, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত