কাউখালীতে গ্রীনহিলের কর্মশালা অনুষ্ঠিত

Published: 14 Dec 2015   Monday   

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিল’র শৈলী প্রকল্পের উদ্যোগে সোমবার রাঙামাটির কাউখালীতে স্টেক হোল্ডার কর্মশালা আয়োজন করা হয়।

 

উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা র্নিবাহী কর্মকর্তা আফিয়া আখতার। এছাড়া  বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মৌজা প্রধান(হেডম্যান) ও গ্রাম প্রধান (কার্বারী)সহ ২৫ জন অংশ নেন।

 

শৈলী প্রকল্পের ব্যাবস্থাপক মংশেনুক মারমা কর্মশালায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।

 

প্রকল্পটি গত তিন বছরে কাউখালী উপজেলা ১ হাজার ৮ শ ৮৯ টি পরিবারকে তিন কিস্তিতে র্শত স¦াপেক্ষে  নগদ প্রায় পৌনে তিনকোটি টাকাসহ অন্যান্য সাহায্য প্রদান করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত