নানিয়ারচরের সুরিদাশ পাড়ায় সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থদের উপবাস কর্মসূচি পালন

Published: 16 Dec 2015   Wednesday   

রাঙামাটির নানিয়াচর উপজেলার বগাছড়ির সুরিদাশ পাড়ায় সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থরা  মঙ্গলবার উপবাস কর্মসূচি পালন করেছে।

 

হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি,ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পূর্ণবাসনের দাবিতে এ  কর্মসূচি পালন করে।

 

উল্লেখ্য গত বছর ১৬ ডিসেম্বর বগাছড়ির ১৪ মাইল এলাকাস্থ সুরিদাশ পাড়ার  পাহাড়ী গ্রামের বসত বাড়ীতে একদল দুর্বৃত্ত  অগ্নিসংযোগ করে। এতে ৬১ টি দোকান ও বসত বাড়ী পুড়ে ছাই হয়ে যায়।

 

বগাছড়ির ১৪ মাইল এলাকার সুরিদাশ পাড়ার করুনাপুর বৌদ্ধ বিহার প্রাঙ্গনে সহিংস ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দিন ব্যাপী উপবাস কর্মসূচিতে সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্থ ৬১ পরিবার ছাড়াও কমপক্ষে দুইশ জন লোক অংশ নেয়।

 

উপবাস কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন রাম কার্বারী। এসময় সংহতি প্রকাশ করে বক্তব্যে রাখেন ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমর জীবন চাকমা,কতুকছড়ি ইউপি চেয়ারম্যান সন্টু বিকাশ চাকমা,সাপছড়ি ইউপি চেয়ারম্যান শিমুল বিকাশ চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা,যুব ফোরামের পক্ষ থেকে ধর্ম সিং চাকমা, হিল ইউমেন্স ফেডারেশনের সদস্য মন্টি চাকমা , পিসিপি জেলা সভাপতি অনিল চাকমা, নারী সহিংসতা প্রতিরোধ কমিটির সভানেত্রী ও বুড়িঘাট ইউনিয়নের  মহিলা সদস্য কাজলী ত্রিপুরা।

 

সমাবেশে বক্তারা দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পূর্ণবাসনের দাবি  জানান।

 

ক্ষতিগ্রস্থরা অভিযোগ করে বলেন, ঘটনার এক বছর অতিবাহিত হলেও সরকার ক্ষতিগ্রস্থদের  জন্য কোন প্রকার ক্ষতিপূরণ ও পুর্নবাসনের এগিয়ে আসেনি। ঘরবাড়ী  নির্মাণ করতে না পারায়  তারা খোলা  আকাশের নিচে বসবাস করে দুর্বিসহ দিনাতিপাত করছেন।

 

তারা অবিলম্বে  ক্ষতিগ্রস্থ পরিবারকে পূর্ণবাসন  ও ঘটনার সাথে  জড়িতদের শাস্তির দাবি জানান ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত