মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটিতে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে গণসঙ্গীতের আয়োজন করা হয় ।
সাংস্কৃতিক আন্দোলন-ই পারে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে-এ শ্লোগানে মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয় প্রাঙ্গঁণে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন “মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ শিল্পী গোষ্টি”র প্রধান উপদেষ্টা প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে ।
এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়ে মুক্তিরও মন্দির, কারার ঐ লৌহ কপাট, মাঝি নাও ছাইড়া দে, গোরিলা, মাগো ভাবনা কেন, ধনধান্য পুষ্পেভরা’সহ একে একে সব দেশের গান পরিবেশন করে শিল্পীরা।
অনুষ্ঠানে গান পরিবেশন করে রাঙ্গামাটির সঙ্গীত শিল্পী রিপন, স্বপন, মিলন, ¯েœহাশিষ, রেজাউল, লিটন, প্রিয়া, এ্যানি, সুস্মিতা, উর্মি, প্রসেনজিৎ, রুপেশ, দ্বীপানিতা, অমৃতা, শিখাসহ অন্যান শিল্পীরা।
অনুষ্ঠানে উপস্থিত সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষার্থী’সহ বিভিন্ন শ্রেণী পেশার শ্রোতাদের গানে মূর্ছনায় “মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ শিল্পী গোষ্টি”র রাত ১০টা পর্যন্ত মাতিয়ে রাখেন শিল্পীরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.