কাপ্তাইয়ে কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদ হিল উইমেন্স ফেডারেশনের

Published: 17 Dec 2015   Thursday   

রাঙামাটির কাপ্তাইয়ে নবম শ্রেণীর ছাত্রী  ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে চার ধর্ষককে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন।

 

বৃহস্পতিবার হিল উইমেন্স ফেডারেশন।দপ্তর সম্পাদক মিনাকী চাকমা এক বিবৃতিতে বলা হয় বুধবার ভোর ৫টার দিকে নবম শ্রেণীর ছাত্রীটি প্রতিদিনের মতো কাপ্তাই সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট (বিএসপিআই) সড়কে হাঁটতে বের হয়। এ সময় একটি অটোরিকশা থেকে নেমে ৪ জন লোক তার মুখ চেপে জোরপূর্বক অটোরিকশায় তুলে শহীদ মোয়াজ্জেম নৌ ঘাঁটি সড়কে পাশের জঙ্গলে নিয়ে তাকে গনধর্ষণ করে। বর্তমানে তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পার্বত্য চট্টগ্রামে ধর্ষণসহ নারীর উপর যৌন সহিংসতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বিবৃতিতে অপরাধীদের শাস্তি না হওয়ায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলেছে বলে দাবী করা হয় ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত