রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার সাথে যুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে বাঘাইছড়িতে প্রতিবাদে রোববার মানবন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে বাঘাইছড়ি উপজেলাবাসী।
বিক্ষোভ সমাবেশ থেকে ২০ জানুয়ারী বাঘাইছড়িকে খাগড়াছড়িতে স্থানান্তর করার প্রস্তাবের প্রতিবাদ ও তা অচিরেই বাতিলের দাবীতে বাঘাইছড়িতে ছাত্র ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষনা করেছে।
উপজেলা পরিষদ কার্যালয়ের প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, বাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, সাবেক বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, বাঘাইছড়ি ইউপি চেয়ারম্যান অলিভ চাকমা, পৌর মেয়র মো. আলমগীর কবির, পৌর আওয়ামীলীগ সভাপতি জমির উদ্দিন জমির, কাচালং ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ দেব প্রসাদ চাকমা, বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ,বাঘাইছড়ি পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, জেএসএস বাঘাইছড়ি সভাপতি কাকলী চাকমা, উপজেলা ছাত্রদল সভাপতি নজরুল ইসলাম, হেডম্যান বিশ্বজিৎ চাকমা, কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ভদ্রসেন চাকমা প্রমূখ।
এর আগে উপজেলা সদরে বিক্ষোভ করেন হাজার হাজার উপজেলাবাসী। পরে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাঙামাটি জেলার সাথে বাঘাইছড়ি মানুষের আত্মার সম্পর্ক রয়েছে। কিন্তু একটি মহল শুধু তাদের স্বার্থকে উদ্ধার করার জন্য শুধুমাত্র সড়ক যোগাযোগের মাধ্যমকে অজুহাত হিসেবে দেখিয়ে বাঘাইছড়িকে খাগড়াছড়ির সাথে যুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে। এটি কখনও হতে দেওয়া হবেনা উল্লেখ করে বক্তারা আরো বলেন, এই অপচেষ্টা বন্ধ না হলে উপজেলা মানুষ কঠোর আন্দোলন গড়ে তুলেতে বাধ্য হবে।
উল্লেখ্য, সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয় হতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাকে খাগড়াছড়িজেলার সাথে স্থানান্তর করার জন্য প্রস্তাব আসে উপজেলা পরিষদের কাছে। এর প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.