খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়িতে এক পাহাড়ী নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন।
রোববার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিনাকী চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ প্রতিবাদ জানানো হয়েছে।
প্রেস বার্তায় দাবী করা হয়, ১৯ ডিসেম্বর ত্রিপুরা সম্প্রদায়ের ওই নারী মাইসছড়ি ইউনিয়নের রহন কার্বারী পাড়া থেকে হেঁটে মাইসছড়ি বাজারে যাচ্ছিল। এসময় নির্জন স্থানে পৌছলে একা পেয়ে দু ব্যক্তি তাকে ধরে জঙ্গলের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়লে পার্শ্ববর্তী রাস্তা দিয়ে বাজারে যাতায়াতকারী লোকজন শব্দ শুনে এগিয়ে গেলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রেস বার্তায় আরও দাবী করা হয়,পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন ধর্ষণসহ নারীর উপর যৌন সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত ১৬ ডিসেম্বর কাপ্তাইয়ে এক স্কুল ছাত্রী গণধর্ষিত হয়েছে।
প্রেস বার্তায় ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে আটক জয়নাল (৩০) ও জামালকে (৩২) দ্রুত বিচার আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.