রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা

Published: 21 Dec 2015   Monday   
no

no

সোমবার রাঙামাটি পার্বত্য  জেলা  পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনসহ পরিষদের সদস্য, পরিষদের কর্মকর্তা ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা। সভায় হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা তাদের বিভাগের স্ব স্ব কার্যক্রম উপস্থাপন করেন।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, জেলার সামগ্রীক উন্নয়নের পাশাপাশি এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদটি রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এটি আমাদের জন্য একটি বড় সম্পদ। তাই হ্রদটিকে দূষণের হাত থেকে রক্ষায় সকলকে সচেতন হতে হবে। তিনি জনসাধারণ এবং বিভিন্ন মৌসুমে বেড়াতে আসা পর্যটকদেরকে  হ্রদ দূষণ থেকে বিরত থাকারও আহ্বান জানান।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত