রাঙামাটিতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের সমাপনী

Published: 22 Dec 2015   Tuesday   

রাঙামাটিতে চতুর্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প এবং চার দিনব্যাপী ম্যাট কোর্স মঙ্গলবার সম্পন্ন হয়েছে।

 

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এবং বাংলাদেশ স্কাউটস্ এর আয়োজনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

পরিষদের সদস্য সাধন মনি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মওলানা মোঃ শাহজাহান, বাংলাদেশ স্কাউটস এর উপ-পরিচালক শামীমুল ইসলাম, রাঙামাটি জেলা স্কাউটস এর সম্পাদক নূরুল আবছার ও  জেলা স্কাউটস এর যুগ্ন কমিশনার সজল দাশ।

 

অনুষ্ঠানে চার দিনব্যাপী ম্যাট কোর্সে জেলার বিভিন্ন কলেজের অংশগ্রহণকারী ৪৫জন রোভার স্কাউটসদের মাঝে অতিথিরা সনদপত্র তুলে দেন অতিথিরা। 

 

প্রধান অতিথির বক্ত্যব্যে পরিষদ চেয়ারম্যান অংশগ্রহণকারী রোভার স্কাউটস উদ্দ্যেশে চেয়ারম্যান বলেন,  চার দিনব্যাপী অনুষ্ঠিত ক্যাম্পে যে অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করেছো সেটি যথাযথভাবে নিজেদেও ও অন্যের উপকারে প্রয়োগ করবে। প্রকৃতি ও মানব সৃষ্ট যে কোন দূর্যোগে নিজেদেরকে সম্পৃক্ত করার পাশাপাশি সেবা প্রদান করবে।

 

তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহারে আগে নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে তারপর অন্যদের সচেতন করতে হবে। বিদ্যুৎ অপচয় না করে এটিকে যথাযথভাবে কাজে লাগাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত