পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বাংলাদেশে রাজনীতি করার সকলের ব্যক্তিগত অধিকার রয়েছে। বাংলাদেশ সকল ধরনের মত প্রকাশের স্বাাধীনতা রয়েছে। তাই প্রত্যেক নাগরিকের রাজনৈতিক সর্মথন তার ব্যক্তিগত অধিকার। একটি রাষ্ট্রে সরকারের উন্নয়ন সকল জনগনের।
বুধবার বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ফাইক্ষ্যং পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন র্বোডের অর্থায়নে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধীন বৌদ্ধ বিহারের ফলক উম্মোচন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মং ক্য চিং চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন,সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা,রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী,তারাছা ইউপি চেয়ারম্যান শৈ থোয়াই চিংসহ আ’লীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রীর সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রধান অতিথি তালুকদার পাড়ায় ২৯ লক্ষ টাকায় নির্মিত বৌদ্ধ বিহারের উদ্ধোধন করেন।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন,আওয়ামীলীগ সরকার আমলে এ পার্বত্য এলাকায় যত উন্নয়ন হয়েছে এসবের ফল ভোগ করছে এলাকার পাহাড়ী-বাঙ্গালাীসহ সকল ধর্ম বর্ণের লোকজন।
তিনি বলেন,বিশেষ করে পার্বত্য শান্তি চুক্তির পর থেকে পার্বত্যাঞ্চলে সার্বিক উন্নয়নের ব্যাপক অগ্রগতি হয়েছে। পার্বত্য এলাকায় যোগাযোগ,পর্যটন,স্বাস্থ্য ও শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে। পাহড়ে যোগাযোগ ব্যবস্থার যত উন্নয়ন হবে ততই আয় উর্পাজন বৃদ্ধি পবে এবং জমির দাম বাড়বে। যেভাবে পাহাড়ে উন্নয়ন হচ্ছে কোন মানুষ আর গরীব থাকবে না। শিক্ষার হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে আরও এগিয়ে যাবে।
তিনি পার্বত্য এলাকাকে আর উন্নয়ন ও এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই বলে গুরুত্বারোপ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.